চকরিয়ায় পৌরশহরের রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় জরিমানা – Chittagong News

চকরিয়ায় পৌরশহরের রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় জরিমানা – Chittagong News

চকরিয়ায় পৌরশহরে বিভিন্ন নামি-দামি রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৭ জুলাই) বিকালে চকরিয়া পৌরশহরের বাণিজ্যিক এলাকায় বিভিন্ন রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রুপায়ন দেব।

চকরিয়ায় পৌরশহরের রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় জরিমানাএসময় ভ্রাম্যমান আদালত বেশকিছু নামি-দামি রেস্টুরেন্টে অভিযানে গেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরিসহ নানা ধরণের অনিয়ম দেখতে পায়। তাছাড়া তৈরির ওই খাবার ভোক্তা সাধারনের কাছে বিক্রির অভিযোগে সংশ্লিষ্ট রেস্টুরেন্ট মালিকদের ১৯ হাজার টাকা ও সরকারি লাইসেন্স বিহীন স্ট্যাম্প বিক্রির অভিযোগে এক দোকানদারকে ৫ হাজার টাকা জরিমানা করেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পেশকার ও চকরিয়া উপজেলা ভূমি অফিসের নাজির মনির উদ্দিন আহমদ।

তিনি বলেন, চকরিয়া পৌরশহরের চিরিঙ্গা সোসাইটি এলাকার বেশকটি রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করে ভোক্তা সাধারণের কাছে বিক্রির অভিযোগ উঠে। বিষয়টি নিশ্চিত হয়ে সোমবার বিকালে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুপায়ন দেব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানেটারী পরিদর্শক আরিফুল ইসলাম ও চকরিয়া থানা পুলিশের একটি টিমকে সাথে নিয়ে উল্লেখিত রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেন। এসময় আদালত অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অভিযোগে অভিযুক্ত রেস্টুরেন্ট মালিকদের ১৯ হাজার টাকা এবং একটি লাইব্রেরিতে সরকারি লাইসেন্স ছাড়া স্ট্যাম্প বিক্রির অভিযোগে পাঁচ হাজার টাকাসহ মোট ২৪ হাজার টাকা জরিমানা করেন।

চকরিয়া উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব বলেন, অভিযানকালে অর্থদন্ডের পাশাপাশি অভিযুক্ত রেস্টুরেন্ট গুলোকে যথাযথ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে খাবার তৈরি ও বিপননের ব্যবস্থা নিশ্চিতের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি জনস্বার্থ বিবেচনায় নিয়ে আগামীতে এসব হোটেল রেস্তোরাঁয় আদালতের অভিযান ও জেল-জরিমানা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এমজে/সিটিজিনিউজ

Explore More Districts