চকরিয়ায় পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ায় এসআই প্রত্যাহার, ১১ জনের বিরুদ্ধে মামলা – Chittagong News

চকরিয়ায় পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ায় এসআই প্রত্যাহার, ১১ জনের বিরুদ্ধে মামলা – Chittagong News

কক্সবাজারের চকরিয়ায় থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাজ্জাদ হোসেন নামে এক আসামিকে গ্রেফতার পরবর্তী তাঁকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানার এক উপপরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে। সোমবার তাঁকে কক্সবাজার জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

চকরিয়া থানার (ওসি) শফিকুল ইসলামের কাছে আসামি ছিনিয়ে নেওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার রাতে পুলিশ সদস্যদের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পলাতক এক আসামি গ্রেপ্তার করেন। গ্রেপ্তার পরবর্তী ওই আসামি থানায় নিয়ে আসার সময়ে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনাটি ঘটে। এঘটনায় থানার এসআই সঞ্জীব পাল বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে আরো ৪-৫জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়েছে। এ ঘটনায় তাঁকেই প্রত্যাহার করা হয়েছে।

থানার পুলিশ সূত্রে জানাগেছে, উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট বাজার এলাকায় রোববার রাত সাড়ে ৮টার দিকে থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে আসামি সাজ্জাদ হোসেনকে (২৫) গ্রেপ্তার করেন এসআই সঞ্জীব পাল। গ্রেপ্তারের পর সাজ্জাদকে থানার সিএনজিচালিত অটোরিকশায় তোলার সময় তাঁর স্বজনেরা অতর্কিত ভাবে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় তাঁরা সাজ্জাদকে ছিনিয়ে নেন। আসামি সাজ্জাদ উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের দক্ষিণ পাহাড় এলাকার বাসিন্দা।

চকরিয়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, আসামিকে ছিনিয়ে নেওয়া এবং পুলিশের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে সোমবার রাত ১১টা পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

প্রত্যাহার হওয়া থানার এসআই সঞ্জীব পাল বলেন, ‘সাজ্জাদকে গ্রেপ্তার করে অটোরিকশায় তোলার সময় হঠাৎ তাঁর স্বজনেরা হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। এ ঘটনার পর আমাকে প্রত্যাহার করা হয়েছে।

এমজে/সিটিজিনিউজ

Explore More Districts