ঘোড়া চুরির অভিযোগে শিকলবন্দি কিশোর, ৩ দিন পর উদ্ধার

ঘোড়া চুরির অভিযোগে শিকলবন্দি কিশোর, ৩ দিন পর উদ্ধার

১৮ December ২০২৪ Wednesday ১১:৩০:১৪ AM

Print this E-mail this


নগর প্রতিনিধি:

ঘোড়া চুরির অভিযোগে শিকলবন্দি কিশোর, ৩ দিন পর উদ্ধার

মাদক উদ্ধারের অভিযানে গিয়ে ঘোড়া চুরির অভিযোগে তিনদিন ধরে শিকলবন্দি এক কিশোরকে উদ্ধার করেছে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে মহানগরের রসুলপুর চরে অভিযানে গিয়ে ওই কিশোরকে উদ্ধার করা হয় বলে ডিবির পরিদর্শক সগীর হোসেন জানান। 

উদ্ধার হওয়া পিতৃ-মাতৃহীন ওই কিশোর নগরীর কলাপট্টি এলাকায় থাকতো। 

পরিদর্শক সগীর হোসেন বলেন, মাদক উদ্ধারে গিয়ে চরের বাসিন্দা মাসুদ সরদারের ঘরে পায়ে শিকল দিয়ে তালাবন্দি অবস্থায় ওই কিশোরকে দেখতে পান তারা। 

তার কাছ থেকে জানতে পারেন, মাসুদ সরদারের একটি ঘোড়া ছিল। ওই ঘোড়া চুরি হয়েছে। ঘোড়া চুরির অভিযোগে তিনদিন আগে তাকে ধরে এনে শিকলবন্দি করে ঘরে আটকে রাখা হয়। মাসুদ সরদারকে পাওয়া যায়নি। 

পরিদর্শক আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগী কিশোরের মামা জনি বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করবেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts