ঘোড়াচরা উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত – Sirajganj News 24

ঘোড়াচরা উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত – Sirajganj News 24

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঘোড়াচরা উচ্চ বিদ্যালয়ের আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৩০’সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় (১-০) গোলে ৯’ম শ্রেণী জয়লাভ করে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয় ৮ম শ্রেণী। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি সহ বিভিন্ন পুরস্কার দেওয়া হয়।

ঘোড়াচরা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোশাররফ হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগবাটি ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম দুদু খাঁ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগবাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদ উদ্দিন আক্তার লেবু,ইউনিয়ন যুবদলের সভাপতি ফারুকুল ইসলাম,ইউপি সদস্য আব্দুল মোমিন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ।

অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদ হাসান তালুকদারের সঞ্চালনায় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-কর্মচারী,ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Explore More Districts