ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবিলায় বাবুগঞ্জ উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা

ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবিলায়  বাবুগঞ্জ উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা

২৪ অক্টোবর ২০২৩ মঙ্গলবার ৭:০৬:০৫ অপরাহ্ন

Print this E-mail this


ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবিলায়  বাবুগঞ্জ উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা

বাবুগঞ্জ প্রতিনিধিঃ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘হামুন’। সমূদ্র বন্দর গুলোতে ৬/৭ নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। ‘হামুন’ মোকাবিলায় বাবুগঞ্জ উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৪ অক্টোবর) দুপুর ৩টায় উপজেলা পরিষদের সভাকক্ষে ঘূর্ণিঝড় “হামুন”এর আঘাত হানার পূর্বে করনীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সবধরনের প্রস্তুতির নির্দেশনা দিয়েছেন উপজেলা প্রশাসন। বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে জরুরী সভায় সভাপতিত্বে করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা রহমান দূর্যোগ ব্যবস্থা কমিটির সদস্যদের ব্রিফিং করেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা মেডিকেল অফিসার সাব্বির আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, এয়ারপোর্ট থানার ওসি (অপারেশন) জামাল হোসেন, বাবুগঞ্জ থানার সেকেন্ড অফিসার মোঃ আজিম, মুক্তিযোদ্ধা শাহ আলম সিকদার, রহমতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মৃধা মুহাঃ আক্তার উজ-জামান মিলন, চাঁদপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন রাঢ়ী,আগরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান খান হিমু, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান খান, সাধারন সম্পাদক আরিফ হোসেন প্রমুখ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





পটুয়াখালীর উপ-নির্বাচনে আওয়ামী লীগের আবেদনপত্র সংগ্রহের আহ্বান

বরিশালে স্কুল ছাত্রী ধর্ষনের অভিযোগে ধর্ষক গ্রেফতার

ঘুর্নিঝড় মোকাবেলায় প্রস্তুত পটুয়াখালী

ঘূর্ণিঝড় হামুন: পায়রা ও চট্টগ্রাম বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত

বরিশালে আওয়ামীলীগ নেতা কর্মিদের প্রতি এমপিদের বিরোধ

Explore More Districts