ঘাটাইল মুকুল একাডেমিতে গ্রন্থাগার উদ্বোধন ও বার্ষিক আনন্দ উৎসব – News Tangail

ঘাটাইল মুকুল একাডেমিতে গ্রন্থাগার উদ্বোধন ও বার্ষিক আনন্দ উৎসব – News Tangail

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় প্রতিষ্ঠিত শিশুদের প্রথম আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান মুকুল একাডেমি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য নতুন গ্রন্থাগার ও অ্যাকটিভিটিজ কর্নার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও মুকুল একাডেমি পরিচালনা পর্ষদের সভাপতি মো. আবু সাঈদ আনুষ্ঠানিকভাবে গ্রন্থাগারটির উদ্বোধন করেন। উদ্বোধন শেষে ইউএনও শিক্ষার্থীদের হাতে বই ও মেধা বিকাশে সহায়ক বিভিন্ন খেলার সামগ্রী উপহার হিসেবে তুলে দেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু সাঈদ বলেন, আগামী দিনে এই গ্রন্থাগার ও অ্যাকটিভিটিজ কর্নার আরও সমৃদ্ধ হবে এবং শিক্ষার্থীদের মননশীল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত বার্ষিক আনন্দ উৎসবে অভিভাবকদের এবং শিক্ষার্থীদের পড়াশোনা ও মেধা বিকাশে আরও যত্নবান হওয়ার আহ্বান জানান। শিশুরা যেন অল্প বয়সে স্মার্টফোন ব্যবহার ও ইন্টারনেটের প্রতি আসক্ত না হয়ে পড়ে। এজন্য তাদের বইপড়া, খেলাধুলা ও নিয়মিত সৃজনশীল কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর জোর দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকুল একাডেমির অধ্যক্ষ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান, উপাধ্যক্ষ মোছাম্মৎ রোকসানা খাতুন, পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক মতিউর রহমান, নজরুল ইসলাম, অভিভাবক সদস্য সোনিয়া খান, অভিভাবক জুমুর দাস, সাাজ্জাদুর রহমান, মমিনুর রহমান ছাড়াও বিদ্যালয়ের অসংখ্য অভিভাবক উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts