ঘাটাইলে সুষ্ঠ ও সুন্দর পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু – News Tangail

ঘাটাইলে সুষ্ঠ ও সুন্দর পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু – News Tangail

ঘাটাইল( টাঙ্গাইল)প্রতিনিধি: সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ঘাটাইলে সুষ্ঠ ও সুন্দও পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবছর ঘাটাইল উপজেলায় দশটি কেন্দ্রে সর্বমোট ৪ হাজার ৪শত ৪৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। উপজেলার পরীক্ষার কেন্দ্রগুলোতে সরেজমিনে দেখা যায়, সুষ্ঠ, সুন্দর ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

পরীক্ষার কেন্দ্র পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি সাবরিন আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম, ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু সাঈদ বলেন, সঠিক নিয়ম ও নীতিমালা মেনেই প্রত্যেকটা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রগুলোর আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts