টাঙ্গাইলের ঘাটাইলে সড়ক থেকে খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার গুণগ্রাম বাসস্ট্যান্ড এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ওই ব্যক্তি। তবে এখন পর্যন্ত মরদেহের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে গুণগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় খণ্ড-বিখণ্ড মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি বস্তায় ভরে থানায় নিয়ে আসে। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনো যানবাহনের চাপায় ওই ব্যক্তি নিহত হয়ে থাকতে পারেন। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পুলিশ পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখছে।
এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম (পূর্বের টেক্সটে ‘মোকছেদুর রহমান’ ছিল, তবে বর্তমান ওসির নাম আপডেট হতে পারে) বলেন, “এখনো নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তের জন্য ফরেনসিকে পাঠানো হবে।”
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
–
“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
