নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে ঘাটাইলে পাহাড়ি অঞ্চলের লাল মাটিকাটার অভিযোগে আব্দুল মালেক (৫০) নামে এক ব্যক্তিতে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (০৫ মার্চ) দুপুরে উপজেলার ধলাপাড়া ইউনিয়নের রহমতপুর এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরীন আক্তার এই জরিমানা করেন।
সাবরীন আক্তার জানান, রহমতপুর এলাকায় দীর্ঘদিন যাবত অবৈধভাবে লাল মাটি কাটার অপরাধে আব্দুল মালেককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
–
“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।