ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আদর্শে প্রতিষ্ঠিত পাঠকপ্রিয় দৈনিক মজলুমের কন্ঠ পত্রিকার ৩০ বছর পূর্তি ও ৩১তম বর্ষে পদার্পণ উপলক্ষে ঘাটাইল প্রেসক্লাবে সোমবার বিকালে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে দৈনিক মজলুমের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক মোঃ নুরুজ্জামান মিঞার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মজলুমের কন্ঠের ঘাটাইল প্রতিনিধি রেজাউল করিম রাজু, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সাইয়্যিফ মোহাম্মদ হামিদুল্লাহ ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বিষ্ণু প্রিয় দীপ, সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন বকুল ও গোলাম মোস্তফা প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, “৩০ বছর অতিক্রম করে ৩১তম বর্ষে পদার্পণ করা মজলুমের কণ্ঠ টাঙ্গাইলের সর্বাধিক প্রচারিত ও পাঠকপ্রিয় পত্রিকা। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে এ পত্রিকার ভূমিকা অনন্য। জনগণের কাছে সকল সংবাদ পৌঁছে দিতে মজলুমের কণ্ঠ নিরলস কাজ করে যাচ্ছে ।”
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
–
“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।