ঘাগড়া-লাউড়েরগড় নৌ-ঘাটের খাস কালেশন স্থগিত

ঘাগড়া-লাউড়েরগড় নৌ-ঘাটের খাস কালেশন স্থগিত

এমএ রাজ্জাক, তাহিরপুর
তাহিরপুর সীমান্তবর্তী নদী যাদুকাটার ঘাগড়া লাউড়েরগড় নৌ-ঘাটের খাস কালেকশনে স্থগিতাদেশ দিয়েছেন আদালত। ]
মঙ্গলবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। আগামী ৭ দিনের মধ্যে টেন্ডার আবেদনকারীকে কেন ঘাটের দখল বুঝিয়ে দেওয়া হবে না এ মর্মে রুল জারি করেছেন আদালত।
জানা যায়, ১৪২৯ বাংলা সনে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগড়া হতে লাউড়েরগড় নৌকাঘাট পর্যন্ত ৮৮ লাখ ৯ হাজার ৬৫০ টাকা ইজারা আদায় করে উপজেলা প্রশাসন। গেল চৈত্র মাসে এই নৌকাঘাটের ইজারা মেয়াদ শেষ হলে পুনরায় ইজারার জন্য দরপত্র আহবান করা হয়। দরপত্রে ১ কোটি ১৩ লাখ ২১ হাজার টাকার মাধ্যমে সর্বচ্চো দরদাতা হিসেবে ইজারা পান মনসুর আলম নামে এক ইজারাদার। ইজারাদার মনসুর ৪৫ লাখ টাকার পে-অর্ডারও করেন। যা এখনও জমা রয়েছে। কিন্তু উপজেলা প্রশাসন ইজারাদারকে নির্ধারিত সময়ে নৌ-ঘাট বুঝিয়ে না দিয়ে খাস কালেকশনের মাধ্যমে টোল আদায় করতে থাকেন। মঙ্গলবার ইজারাদার মনসুর আলম এ বিষয়ে হাইকোর্টে রিট পিটিশন করলে হাইকোর্টের দৈত বেঞ্চ এই আদেশ দেন।
ইজারাদার মনসুর আলমের পক্ষে হাইকোর্টে রিট শুনানি করেন, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন। সরকার পক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল অ্যাডভোকেট শেখ সাইফুজ্জামান।
বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর উপজেলার (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি বলেন, বুধবার দুপুরে ই-মেইলের মাধ্যমে মহামান্য হাইকোর্টের একটি স্থগিতাদেশ পেয়েছি। ঘাগড়া হতে লাউড়েরগড় পর্যন্ত নৌ-ঘাটের খাস কালেশসন বন্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

Explore More Districts