ঘাগড়া ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাউল বিতরণ করেন সাইদুর রহমান – Alokito Mymensingh 24

ঘাগড়া ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাউল বিতরণ করেন সাইদুর রহমান – Alokito Mymensingh 24

আপডেটঃ 1:12 am | April 24, 2022

ঘাগড়া ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাউল বিতরণ করেন সাইদুর রহমান – Alokito Mymensingh 24

মোঃ ইব্রাহিম মুকুট ঃ আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সারাদেশের ন্যায় ময়মনসিংহ সদর উপজেলা ১১ নং ঘাগড়া ইউনিয়নের ৩ হাজার ৪”শ ৬১ টি গরীব ও দুস্থ পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ভিজিএফ কর্মসূচির আওতায় পরিবার প্রতি ১০ কেজি চাউল বিতরণ করা হয়। শনিবার ২৩ এপ্রিল (২০২২) সকাল ১০ টায় ঘাগড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সাইদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, ১১নং ঘাগড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য কামাল হোসেন, সাইদুল ইসলাম,মোবারক হোসেন, ফারুক হাসান,সংরক্ষিত মহিলা ইউপি সদস্য জাহানারা খাতুন, মর্জিনা খাতুন, রাজিয়া খাতুন ছাড়াও ট্যাগ অফিসার সদর উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক এর ব্রাঞ্চ ম্যানেজার সিরাজুম মুনিরা, ঘাগড়া ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও আ’লীগ নেতা সাখাওয়াত হোসেন বাবুল ও আ’লীগ নেতা মাহবুবুর রহমান লিটনসহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। জানাগেছে ১১ নং ঘাগড়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যগন জরিপের মাধ্যমে নিজ নিজ ওয়ার্ডের গরীব ও দুস্থ পরিবারে বিতরণকৃত সুনির্দিষ্ট (১বার বিতরণের জন্য) ভিজিএফ কার্ড এর বিপরীতে এই চাউল বিতরণ করা হয়। অত্যন্ত সুশৃংখল ভাবে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে নারী-পুরুষ পৃথক লাইনে দাঁড়িয়ে সঠিক পরিমাণে মানসম্পন্ন এই চাউল সংগ্রহ করতে দেখা যায়। ভুক্তভোগীরা জানান প্রতিবারের মত ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর এই উপহার পেয়ে তাঁরা আনন্দিত। এ সময় তাঁরা প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসার পাশাপাশি তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

Explore More Districts