ঘরে ফেরা হলো না চবি’র সহযোগী অধ্যাপক আফতাবের! | ctgnews.com

ঘরে ফেরা হলো না চবি’র সহযোগী অধ্যাপক আফতাবের! | ctgnews.com
আফতাব

       

Advertisement

চট্টগ্রাম-হাটহাজারী মহাসড়কের ১ নম্বর গেট এলাকায় প্রাইভেটকার চাপায় নিহত হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণীবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক। নিহতের নাম  আফতাব হোসেন (৪১)। নিহত আফতাব স্কুটি চালিয়ে ক্যাম্পাসে তার নিজ ঘরে ফিরছিলেন।

শুক্রবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে  এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এতোমধ্যে পোস্ট মর্টেম শেষে লাশ চবি ক্যাম্পাস কবরস্তানে দাফন সম্পন্ন হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান। তিনি বলেন, চবি শিক্ষক আফতাব হোসেন সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন। তাঁকে উদ্ধার করে চমেক হাসপাতালের জরুরী বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

জানা গেছে, রাতে শিক্ষক আফতাব হোসেন স্কুটি চালিয়ে ক্যাম্পাসে ফিরছিলেন। ঘাতক প্রাইভেটকার পিছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জ্ঞান হারান তিনি। পরে স্বজনরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান।

পুলিশ প্রাইভেটকার চালককে আটক করেছে বলে জানা গেছে।

জেইউএস/

Advertisement


CTG NEWS

Explore More Districts