গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজ বহর আটকের প্রতিবাদে যশোরে সাংস্কৃতিক সংগঠনগুলোর মানববন্ধন

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজ বহর আটকের প্রতিবাদে যশোরে সাংস্কৃতিক সংগঠনগুলোর মানববন্ধন

ফিলিস্তিনের গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে যাওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-এর জাহাজ বহর ইসরায়েলি বাহিনী কর্তৃক আটকের প্রতিবাদে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। যশোরের সাংস্কৃতিক সংগঠন গুলোর যৌথ উদ্যোগে আজ সকাল ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
তীর্যক যশোর শিল্পগোষ্ঠীর সভাপতি দিপংকর দাসের নেতৃত্বে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে উদীচী সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। মানববন্ধন থেকে ইসরায়েলি বাহিনীর এই অমানবিক ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘনকারী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানানো হয় এবং আটক জাহাজ ও মানবাধিকারকর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানানো হয়।
এসময় সাংস্কৃতিক নেতৃবৃন্দ বলেন, গাজা উপত্যকায় দীর্ঘদিন ধরে চলা অবরোধের ফলে সেখানকার সাধারণ মানুষের জীবন চরম সংকটে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক জলসীমায় ত্রাণবাহী নৌবহর আটক করা কেবল নিন্দনীয় নয়, এটি মানবতার বিরুদ্ধে অপরাধ। তারা অবিলম্বে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা করেন।

Explore More Districts