মফিদুল হক বলেন, ‘যাত্রা শুরুর পর গ্রুপ থিয়েটার ফেডারেশন অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছে। আজ এটি একটি বদ্ধ জলাশয়ে পরিণত হয়েছে।’
নাসিরউদ্দিন ইউসুফ মনে করেন, এটি সৃষ্টিশীলতা বনাম কাঠামোর দ্বন্দ্ব। ফেডারেশানে যারা নেতৃত্ব দেন, তাদের সঙ্গে অন্যদেরও একই দ্বন্দ্ব চলতে থাকে।
মামুনুর রশিদ বলেন, ‘আমি ফেডারেশানকে অভিন্ন এবং শক্তিশালী দেখতে চাই। সংকট সব সময় আলোচনার মধ্যে দিয়ে সমাধান করতে হবে।’
রামেন্দু মজুমদার বলেন, ‘ফেডারেশন না থাকলে কী হবে? আমরা ফেডারেশনের মুখাপেক্ষী হয় নাট্যচর্চা করি না। সাংগঠনিক বাধ্যবাধকতা সৃষ্টিশীলতাকে বাধাগ্রস্থ করে। তবে দুটোর মেলবন্ধন করা গেলে ভালো হয়।’