গ্রামীণ ব্যাংক গোয়ালচামট শাখার সদস্যদের মাঝে চারা গাছ বিতরণ
স্টাফ রিপোর্টার : “গাছে গাছে ভরবো দেশ, আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ” এ ¯েøাগান কে সামনে রেখে শান্তিতে নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে ফরিদপুর শহরের গোয়ালচামট শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। ১৯ শে জুলাই বুধবার দুপুরে গ্রামীণ ব্যাংক গোয়ালচামট শাখার শাখা ব্যাবস্থাপক জীবেশ চন্দ্র বিশ^াস (প্রিন্সিপাল অফিসার) সদস্যদের মাঝে বিভিন্ন প্রকার ফলজ ও বনজ গাছের চারা বিতরন করেন।
এ সময় গ্রামীণ ব্যাংক গোয়ালচামট শাখার সেকেন্ড অফিসার মুহাম্মদ সাইদুর রহমান তালুকদারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও সদস্যগন উপস্থিত ছিলেন। বিতরন কালে গ্রামীণ ব্যাংক গোয়ালচামট শাখার শাখা ব্যাবস্থাপক জীবেশ চন্দ্র বিশ^াস জানান, গত রবিবার ১৬ ই জুলাই থেকে আগামী ২২ মে জুলাই শনিবার পর্যন্ত মোট ১৩ হাজার গাছের চারা সদস্যদের মাঝে বিতরন করা হবে।
একই সাথে গ্রামীণ ব্যাংকের এই মহৎ উদ্যোগ দারিদ্র বিমোচন ও পরিবেশ ভারসাম্য রক্ষার্থে বিশেষ ভূমিকা পালন করবে বলেওে মনে করেন জীবেশ চন্দ্র বিশ^াস। উল্লেখ্য শান্তিতে নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে ২০কোটি বৃক্ষরোপন কর্মসুচী গ্রহন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ফরিদপুর শহরের গোয়ালচামট শাখা সহ জেলার অন্যান্য শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরন করা হচ্ছে।