তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের লক্ষ্যে ‘গ্রাহক সেবা পক্ষ ’ আয়োজনে গ্রামীণ ব্যাংক,চাঁদপুর সদরের তরপুরচন্ডী শাখায় নতুন উদ্যোক্তাদের ঋণ বিতরণ কালে চাঁদপুর যোনের যোনাল ম্যানেজার তাপস আচার্যী প্রধান অতিথির বক্তবে বলেন ,‘ গ্রামীণ ব্যাংকের মালিক সরকার ও সদস্যগণ। এখন থেকে সরকার ১০ ভাগ ও গ্রামীণ ব্যাংকের সদস্যগণ ৯০ ভাগ মালিক। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক ড.ইউনূস হলেন- গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। বয়সের কারণে তিনি এখন গ্রামীণ ব্যাংকের সাথে সম্পৃক্ত নন। তাই ব্যাংক বন্ধ হয়ে যাবে-এমন বদ্ধধারণা সম্পূর্ণ ভুল। অথচ-কেউ কেউ এ ব্যাপারে নানা গুজব ছড়িয়ে বেড়াচ্ছে। তিনি চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের ৫৪ শাখার সকল গ্রাহকদের সজাগ থাকতে অনুরোধ জানান।’
১৯ অক্টোবর ২০২৫ সকাল ১১ টায় ’গ্রাহক সেবা পক্ষ’ চাঁদপুর সদরের তরপুরচন্ডী শাখায় নতুন উদ্যোক্তাদের ঋণ বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে তিনি এ কথা বলেন।
শাখা ব্যাপস্থাপক দেবাশীষ সাহার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন-গ্রামীণ ব্যাংকের যোনাল অডিট অফিসার সজল কান্তি মহাজন,এরিয়া ম্যানেজার নিরঞ্জন কুমার বড়ূয়া,প্রোগ্রাম অফিসার প্রদীপ কুমার সরকার ও বাংলাদেশ পোস্ট এবং চাঁদপুর টাইসের সহ-সম্পাদক আবদুল গনি ।
যোনাল ম্যানেজার আরো বলেন,‘ বর্তমানে দেশে চাকুরির কর্মক্ষেত্র খুবই কঠিন। তাই গ্রামীণ ব্যাংক তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের লক্ষ্যে বেকার তরুণদের কর্মদ্দোমী ও দক্ষতা বাড়াতে ঋণ দিয়ে তাদের স্বাবলম্বী করতে এ ঋণ কর্মসূচি চালু করেছে। ব্যবসার পরিধি বাড়াতে ও গঠনমূলক কাজে গ্রাহক সেবার লক্ষ্যে আজ চাঁদপুর জেলার ৫৪ শাখায় এ ঋণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হলো। গ্রামীণ ব্যাংক অনেক শাক্তশালী। এ কর্মসূচিতে তরুণদের স্বাগত জানান তিনি। গ্রামীণ ব্যাংক এনজিও নয়। এটি বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত ব্যাংক। শতভাগ স্বচ্ছতার মাধ্যমে এর লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ৫৪ বছর ধরেই কাজ করছে। তাই সকল বীমা-সঞ্চয় সম্পূর্ণ ফেরৎযোগ্য। অনেক ঋণ গ্রহীতা ঋণগ্রহণের অর্ধেক সময় পার হলেও তিনি পুনরায় ঋণ পাবার জন্যে প্রস্তাব করতে পারবেন।’
যোনাল অডিট অফিসার সজল কান্তি মহাজন বলেন,‘ তরুণ উদ্যোক্তাদের মাঝে বাল্যবিবাহ ও যৌতুক প্রথা ও নারী-শিশু নির্যাতন কার্যকলাপ বন্ধ রাখতে সমাজে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। আগামি দিনে তরুণরা নিজেরাই উদোক্তা হবে। ফলে হতে হবে একজন তরুণকে স্বাবলম্বী, দক্ষ, সচেতন ও সুনাগরিক। গ্রামীণ ব্যাংক সারাদেশে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের লক্ষ্যে‘ গ্রাহক সেবা পক্ষ’ আয়োজনে’ নতুন উদ্যোক্তা হতে ঋণ দিয়ে সহায়তা দিচ্ছে । ’
গ্রামীণ ব্যাংক তরপুরচন্ডী শাখায় আজ রোববার প্রতিজনকে গড়ে ৫০ হাজার টাকা করে ৪ জন তরুণ-তরুণী উদ্যেক্তাকে ঋণ প্রদান করে এর কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ইতোপূর্বে ১০ জনকে ঋণ প্রদান করা হয়েছে। অনুরূপ প্রত্যেকটি শাখায় তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের লক্ষ্যে নতুন উদ্যোক্তাদের ঋণ প্রদান করা হবে বলে বক্তাগণ জানান।
আবদুল গনি
১৯ অক্টোবর ২০২৫
এ জি