গ্যাসের দাম না বাড়েনি, সিএনজি অটোরিকশার ভাড়া দ্বিগুন, দেখার কেউ নেই

গ্যাসের দাম না বাড়েনি, সিএনজি অটোরিকশার ভাড়া দ্বিগুন, দেখার কেউ নেই

গ্যাসের দাম না বাড়েনি, সিএনজি অটোরিকশার ভাড়া দ্বিগুন, দেখার কেউ নেইনিজস্ব প্রতিবেদক: অটোরিকশায় ভাড়া নৈরাজ্য চলছে সবখানে। সরকার অন্যান্য জ্বালানি তেলের দাম বাড়ালেও গ্যাসের দাম বাড়ায় নি। অথচ জ্বালানি তেলের দাম বাড়ার অজুহাত দেখিয়ে লেগুনা ও সিএনজিচালিত অটোরিকশার ভাড়া বাড়িয়ে দিয়েছে চালকরা।
প্রতিদিন ঘটছে চালক এবং যাত্রীদের মধ্যে ভাড়া নিয়ে বাকবিতন্ডা। যাত্রীদের অভিযোগ, সিএনজি অটোরিকশা চালকরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন এবং যাত্রীদের সাথে খারাপ আচরণ করছেন।
রবিবার (৭ আগস্ট) সকাল ৯টায় বন্দর বাজার থেকে টুকেরবাজার যাওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশার এক চালকের সঙ্গে ভাড়া নিয়ে বাক-বিতণ্ডা চলছিলো আলী হোসেন নামের এক ব্যক্তির।
তিনি জানান, সিএনজিচালিত অটোরিকশা চালক টুকের বাজার যেতে আমার কাছে ৪০টাকা চাচ্ছে। অথচ বন্দর বাজার থেকে টুকের বাজারের ভাড়া ২০টাকা।এখন ৪০টাকা করে ৫জন যাত্রী নিয়ে যাচ্ছে। তিনি বলেন চালকদের ব্যবহারও ভালো নয়।
মুজ্জাকির হোসেন নামে এক সিএনজি আটোরিকশা চালকের সাথে কথা হলে তিনি বলেন,, আমরা কি করবো সবকিছুর দাম বেড়েছে। আমাদের টিকে থাকতে হলে ভাড়া বাড়াতে হবে।
মেয়র আরিফুল হক চৌধুরী জানিয়েছেন সিটি কর্পোরেশনের ভেতর সিএনজি অটোরিকশার ভাড়া নির্ধারণ কিংবা নিয়ন্ত্রণের দায়িত্ব সিটি কর্পোরেশনের নয়। তিনি বলেন ভাড়া নিয়ে নগরবাসীকে এমন হয়রানি মেনে নেয়া যায়না।

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেন, সরকার যেখানে গ্যাসের দাম বৃদ্ধি করেনি তাই গ্যাস চালিত যানবাহনের অতিরিক্ত ভাড়া নেয়া অযৌক্তিক। তিনি বলেন, স্থানীয় প্রশাসন এবং অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ একত্রে বসে বিষয়টি সমাধান করতে পারেন।

অটোরিকশায় ভাড়া নিয়ে এই নৈরাজ্য সিলেট জুড়ে, তারপরও যেন দেখার কেউ নেই। বিষয়টি নিয়ে টেলিফোনে সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমানের সাথে কথা বললে তিনিও এ ব্যাপারে তেমন আগ্রহ দেখাননি।
পরবর্তিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার শাহাদত এর মোবাইলে কল দিলে তিনি ফোন ধরেননি।
সাধারণ মানুষের প্রশ্ন তারা এখন যাবে কোথায়?

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

ডিএস/এমসি

Explore More Districts