- জাতীয়, নারায়ণগঞ্জ, শহরের বাইরে
- আপনার লোকজনই আপনাকে গডমাদার বানিয়েছে : হাসিনাকে জামায়েতের আমীর
গ্যাসের দাবিতে বন্দরে হাজারো মানুষের উপস্থিতিতে মানববন্ধন
- আপডেট টাইম : অক্টোবর, ২৬, ২০২৪, ২:১৩ অপরাহ্ণ
- 15 পড়েছেন
নারায়নগঞ্জ প্রতিদিন:
নারায়ণগঞ্জের বন্দরে দশ টাকার মানব সেবা ও মাদকমুক্ত সমাজ কলান সংস্থার উদ্যোগে গ্যাসের দাবীতে মানব বন্ধন করেছে এলাকবাসী। শুক্রবার সকালে বন্দর উপজেলার শীতালক্ষ্যা সেতু সংলগ্ন এলাকায় নাসিক ১৯,২০ নং ওয়ার্ডবাসী ও মদনগঞ্জ সহ বিভিন্ন এলাকার হাজারো মানুষ এ মানববন্ধনে অংশগ্রহন করেন। তাদের দাবী, মাসিক বিল পরিশোধ কেনো তারা গ্যাস পাচ্ছেন না এবং দ্রæত গ্যাসের সমস্যা সমাধান চান তারা।
এসময় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন আলমগীর হোসেন (এমএসসি), আব্দুল বাতেন মাতবর, মিজান মাষ্টার, শফিউদ্দিন নাবু সহ স্থানীয় মান্যগন্য ব্যাক্তিবর্গ।