গ্যালারি কায়ায় শুরু হয়েছে প্রদর্শনী ‘অন দ্য হরাইজন’

গ্যালারি কায়ায় শুরু হয়েছে প্রদর্শনী ‘অন দ্য হরাইজন’

শামসুল ওয়ারেস বলেন, জাপান, ভারত বা বাংলাদেশ—শিল্পী যে দেশের হবেন, তাঁর কাজে যেন সেই জায়গার বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায়। একই সঙ্গে সেই শিল্পটির মধ্যে এমন ভাবনা থাকতে হবে, যা বৈশ্বিক অর্থাৎ যেকোনো দেশের, ভাষার মানুষ—সে শিল্পের সঙ্গে নিজের সংযোগ খুঁজে পায়।

প্রদর্শনীর উদ্বোধনীতে অধ্যাপক আবদুর শাকুর শাহ বলেন, শিল্পীরা এখন আগের চেয়ে অনেক স্বাধীনভাবে ভাবার অবকাশ পায়। একসময শিল্পাচার্য জয়নুল আবেদিনরা যখন শিল্পচর্চা শুরু করেছিলেন, তখন শিল্পীদের জীবিকা নির্বাহ করতেই অনেক কাজে সীমাবদ্ধতা টানতে হতো। এখন অনেক মাধ্যম তৈরি হয়েছে।

Explore More Districts