গৌরনদী ও মুলাদীতে গোসল করতে পুকুরে নেমে দুই কলেজছাত্রেরর মৃত্যু

গৌরনদী ও মুলাদীতে গোসল করতে পুকুরে নেমে দুই কলেজছাত্রেরর মৃত্যু

১০ October ২০২৪ Thursday ১০:০৯:৫৮ PM

Print this E-mail this


আমাদের বরিশাল ডেস্ক:

গৌরনদী ও মুলাদীতে গোসল করতে পুকুরে নেমে দুই কলেজছাত্রেরর মৃত্যু
প্রতিকি ছবি।

বরিশালের গৌরনদী ও মুলাদী উপজেলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে দুই কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে পৃথক এই ঘটনা ঘটে।

মুলাদীতে মারা যাওয়া অর্পণ মণ্ডল পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নারায়ণ মণ্ডলের ছেলে। তিনি ঢাকা কমার্স কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। গৌরনদীতে মারা যাওয়া ফাহিম বিন ফিরোজ (রাতুল) গৌররদী পৌর এলাকার চরগাধাতলী মহল্লার বাসিন্দা ও গৌরনদী বন্দরের পাদুকা ব্যবসায়ী টিটু ফকিরের একমাত্র ছেলে। তিনি বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের অর্নাস তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

অর্পণের মামা শ্যামল মণ্ডল বলেন, দুদিন আগে মুলাদীর চরকালেখান গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসেছিলেন অর্পণ। সে সাঁতার জানত না। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে আশপাশের লোকজনের সঙ্গে বাড়ির সামনে পুকুরে গোসলে যান। কোনো একসময় অর্পণ পানিতে ডুবে যায়। সঙ্গে থাকা লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পরে পানির নিচ থেকে তাঁকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কাজী মঈনুল ইসলাম বলেন, হাসপাতালে আসার আগেই ওই ছাত্রের মৃত্যু হয়েছে। অভিভাবকের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম।

অপর দিকে গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, ফাহিম বিন ফিরোজ বৃহস্পতিবার দুপুরে তাঁর তিন বন্ধুর সঙ্গে গৌরনদী উপজেলা পরিষদ চত্বরের পুকুরে গোসল করতে যান। সেখানে একপর্যায়ে পানিতে ডুবে নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে পুকুর থেকে ফাহিমকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts