গৌরনদীর কাসেমাবাদে সড়ক দুর্ঘটনায় আহত ১৫ একজনের অবস্থা আশঙ্কাজনক
৮ July ২০২৫ Tuesday ৪:০৯:১৩ PM
গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি:
বরিশালের গৌরনদী উপজেলার কাসেমাবাদ এলাকার লাল পোল ব্রিজে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। শনিবার গভীর রাতে, আনুমানিক সাড়ে ৩টার দিকে, ঢাকা থেকে বরগুনাগামী মামুন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নিচের খালে পড়ে যায়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বাসটি ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে যাত্রা করেছিল। গন্তব্যে পৌঁছানোর আগেই গৌরনদী উপজেলার কাসেমাবাদে লাল পোল ব্রিজে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। বাসটি রেলিং ভেঙে সোজা খালে পড়ে গেলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। আহতদের প্রাথমিক চিকিৎসা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। চালক ও বাসটিকে শনাক্ত করার কাজ চলছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বিএনপির মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার
দেশে ডেঙ্গুতে আক্রান্ত আরও ২৯৪, সর্বোচ্চ বরিশালে
দুদকের বিশেষ নজরদারিতে বিসিসির ১২ কর্মকর্তা
বরিশালে সাংবাদিকের নামে বিএনপি নেত্রীর মামলা
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও হাসপাতালে ভর্তি ২০৪ রোগী, ১০১ জনই বরিশাল বিভাগের