১১ November ২০২৪ Monday ৭:০১:৩০ PM | ![]() ![]() ![]() ![]() |
গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে যুবলীগের ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
রোববার (১০ নভেম্বর) রাতে বাটাজোর ইউনিয়ন যুবদল নেতা কাওছার হাওলাদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার উল্লেখযোগ্য আসামি হলেন- উপজেলা যুবলীগ নেতা দেলোয়ার হোসেন দিলু, ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম ফেরদৌস, সাধারণ সম্পাদক রেমন তালুকদার কালু, যুবলীগ কর্মী ডায়মন্ড, পাবেলসহ ১০ জন।
সোমবার (১১ নভেম্বর) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া জানান, এ ঘটনায় দেলোয়ার হোসেন দিলুকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |