গৌরনদীতে ভুয়া চিকিৎসক গ্রেফতার

গৌরনদীতে ভুয়া চিকিৎসক গ্রেফতার

২ December ২০২৫ Tuesday ১২:২৫:৪৯ PM

Print this E-mail this


গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি:

গৌরনদীতে ভুয়া চিকিৎসক গ্রেফতার

বরিশালের গৌরনদী থেকে ফিরোজ আহমেদ নামে এক ভুয়া চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। অন্যের বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে নিজেকে সার্জন পরিচয় দিয়ে অস্ত্রোপচার করে আসছিলেন এই ভুয়া চিকিৎসক।

সোমবার (১ ডিসেম্বর) গভীর রাতে গৌরনদী উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে উপজেলার টরকি (সুন্দরদী) এলাকা থেকে তাকে আটক করে। এবং সঙ্গে সঙ্গে থানায় মামলা দায়ের করে।

গ্রেফতার ফিরোজ আহমেদের বাড়ি পিরোজপুরের স্বরূপকাঠিতে।

জানা যায়, ইউরোলজি ও জেনারেল সার্জন ডা. মো. আমিরুল ইসলামের নাম ও তার বিএমডিসি নম্বর ব্যবহার করে গৌরনদী ও বরিশালের বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা ও জটিল ও ঝুঁকিপূর্ণ সার্জারি পর্যন্ত করে আসছিলেন প্রতারক ফিরোজ। অবশেষে সোমবার গভীর রাতে গৌরনদী উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে উপজেলার টরকি (সুন্দরদী) এলাকা থেকে ফিরোজকে আটক করেছে। এ ঘটনায় রাতেই গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, ‎অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. প্লাবন হালদার ও গৌরনদী মডেল থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফিরোজ অন্যের সনদ ব্যবহার করে দীর্ঘদিন ধরে রোগী দেখা, অপারেশন করা এবং সাধারণ মানুষকে প্রতারিত করার কথা স্বীকার করেছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts