গৌরনদীতে বিএনপির গণঅবস্থান কর্মসূচি পালিত

গৌরনদীতে বিএনপির গণঅবস্থান কর্মসূচি পালিত

২২ May ২০২৫ Thursday ২:২২:৩৭ PM

Print this E-mail this

Warning: Trying to access array offset on null in /home/amdrbari/domains/amaderbarisal.com/public_html/wp-content/themes/newsbee/news.php on line 6


গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি:

গৌরনদীতে বিএনপির গণঅবস্থান কর্মসূচি পালিত

ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার দাবিতে বৃহস্পতিবার সকালে বরিশালের গৌরনদীতে স্থানীয় বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গণঅবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা সদরের সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গৌরনদী এবং আগৈলঝাড়া উপজেলার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী ও সমর্থকদের জমায়েত করা হয়।

জমায়েত শেষে গৌরনদী বাসস্ট্যান্ডে বরিশাল ঢাকা মহাসড়কে ঘণ্টাব্যাপী গণঅবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় মহাসড়কের দুই দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সড়কের দুই প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আটকে পড়া যানবাহনগুলোর যাত্রী ও চালকদেরকে দুর্ভোগ পোহাতে দেখা যায়।

গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত জমায়েত ও গণঅবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, আগৈলঝড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বসির আহমেদ পান্না, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক শরীফ শফিকুর রহমান স্বপন, বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আলম খান সেন্টু প্রমুখ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts