গৌরনদীতে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

গৌরনদীতে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

১৭ April ২০২৫ Thursday ২:২৪:৪৩ PM

Print this E-mail this


গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি:

গৌরনদীতে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বসতঘরের আড়ার সাথে ঝুলছিল কলেজছাত্রী ইতি শিয়ালীর (১৮) মরদেহ। বুধবার (১৭ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে থানা পুলিশ কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের বাঘার গ্রামের।

মৃত ইতি শিয়ালী ওই গ্রামের শ্যামল শিয়ালীর মেয়ে। তিনি গত বছর মাহিলাড়া ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেছেন।

গৌরনদী থানা পুলিশের ওসি মো. ইউনুস মিয়া জানান, বৃহস্পতিবার সকালে মৃত ইতি শিয়ালীর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

তিনি আরও জানান, ইতি কী কারণে আত্মহত্যা করেছে, তা এখনও জানা যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মৃত ইতি শিয়ালীর বাবা শ্যামল শিয়ালী জানান, বুধবার দুপুরে স্ত্রী ও ছোট মেয়েকে নিয়ে তিনি উজিরপুরে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। এ সময় ইতি বাড়িতে একা ছিল। সন্ধ্যায় বাড়ি ফিরে এসে দেখেন বসতঘরের দরজা-জানালা বন্ধ। অনেক ডাকাডাকি করলেও ইতি দরজা খোলেনি, এতে সন্দেহ হয়।

পরে মই দিয়ে টিনের চালা বেয়ে ঘরে প্রবেশ করে দেখেন, ইতি ঘরের আড়ার সাথে ঝুলছে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts