গোলাপগঞ্জ বিয়ানীবাজারে জামায়াতের চমক

গোলাপগঞ্জ বিয়ানীবাজারে জামায়াতের চমক

গোলাপগঞ্জ বিয়ানীবাজারে জামায়াতের চমকদৈনিকসিলেট ডটকম :  মহান মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর ভূমিকা কারও অজানা নয়। বাংলাদেশের সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায়ের বিরুদ্ধে দলটির ভূমিকা ছিলো ন্যাক্কার জনক। অথচ স্বাধীনতা বিরোধী এই দলটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজারে রীতিমত চমক দেখিয়েছে। তারা ৪টি ইউনিয়নে বিজয়ী হয়েছে।

গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে ঘোড়া প্রতীকে জামায়াত নেতা (স্বতন্ত্র প্রার্থী) এম. আবদুর রহিম এবং বাদেপাশায় আনারস প্রতীকে জামায়াত নেতা (স্বতন্ত্র প্রার্থী) জাহিদ আহমদ নির্বাচিত হয়েছেন।

আর বিয়ানীবাজারের মুড়িয়ায় ফরিদ আল মামুন (স্বতন্ত্র/জামায়াত) ও লাউতায় দেলোয়ার হোসেন (স্বতন্ত্র/জামায়াত) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

ডিএস/এমসি

Explore More Districts