গোলাপগঞ্জ অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে জরিমানা

গোলাপগঞ্জ অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে জরিমানা

গোলাপগঞ্জ অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে জরিমানা

সিলেটে গোপালগঞ্জে অবৈধভাবে টিলা কাটার অপরাধে মতুর্জা হাসান নামের এক ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার বিকেলে গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ফুলবাড়ি দক্ষিণপাড়া গ্রামে মতুর্জা হাসানকে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মর্তুজা হাসান তার মালিকানাধীন একটি টিলা কাটছিলেন। খবর পেয়ে বুধবার বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পালের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এ অবৈধভাবে টিলা কাটার দায়ে মতুর্জা হাসানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল জানান, পরিবেশ রক্ষা ও টিলাকাটার বিরুদ্ধে গোলাপগঞ্জ উপজেলায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

Explore More Districts