গোলাপগঞ্জে বলাৎকারের শিকার শিশু, ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে

গোলাপগঞ্জে বলাৎকারের শিকার শিশু, ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে

গোলাপগঞ্জে বলাৎকারের শিকার শিশু, ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে

আলবাব

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ১নং বাঘা ইউনিয়নে বলাৎকারের শিকার হয়েছে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী।
সম্প্রতি বলাৎকারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায় বাঘা ইউনিয়নের (২নং ওয়ার্ড) খালপার গ্রামের ৮ বছরের ছেলে শিশুকে ঘরের মেঝেতে ফেলে বলাৎকার করছে আলবাব নামের এক যুবক। এই ঘটনা আবার ভিডিও করছে তানহার। খোঁজ নিয়ে জানা যায় তানহার আলবাবের চাচাতো ভাই।

বলাৎকারের শিকার শিশু এই ঘটনার পর বাকরুদ্ধ হয়ে গিয়েছে,কারা তার সাথে এমন কাজ করেছে জানতে চাইলে শিশুটি তানহার ও আলবাবের নাম জানায়।
ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে খালপার গ্রামের কিছু যুবক বিষয়টির প্রতিবাদ ও নির্যাতনকারীর শাস্তি দাবি করলে উলটো তাদের নামে ছিনতাইয়ের অভিযোগ এনে মামলা দায়ের করার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানায় যোগাযোগ করলে এস আই ফয়জুর রহমান জানান, খালপার গ্রামের কয়েকজন যুবকের ওপর ছিনতাইয়ের অভিযোগ দেয়া হয়েছে,তিনি বলেন বিষয়টি তদন্তাধীন,তদন্ত শেষে আমরা মূল ঘটনা সম্পর্কে জানতে পারবো।

এদিকে বলাৎকারের ঘটনা কাউকে না জানাতে শিশুটির পরিবারকে বিভিন্নভাবে হুমকি দেয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। নির্যাতিত শিশুর অসহায় পরিবার প্রভাবশালীদের হুমকিধামকিতে কোনঠাসা হয়ে পড়েছে,এখন পর্যন্ত থানাতেও কোন অভিযোগ জানায়নি তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

ডিএস/এমসি

Explore More Districts