
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৬নং ওয়ার্ডের জে এন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
সোমবার সন্ধ্যায় গোয়ালন্দ পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কমল কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বক্তৃতা করেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র শেখ মোঃ নিজাম, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী, জেলা পরিষদের সদস্য ইউনুস মোল্লা, গোয়ালন্দ পৌর প্যানেল মেয়র ও পৌর ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ফজলুল হক, ৮ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর মোঃ আলাউদ্দিন মৃধা, পৌর যুব লীগের সভাপতি শেখ সোহেল, গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ শামীম মৃধা, পৌর যুব মহিলা লীগের সভানেত্রী সালমা আক্তার সহ আওয়ামীলীগ ও তার সহযোগী গঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
এ উঠান বৈঠকে সকল বক্তারা, বর্তমান সরকারের উন্নয়নের কথা তুলে ধরেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।