রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী গোয়ালন্দে সোমবার দুপুরে বিদেশী রিভলবার ও ৬ (ছয়) রাউন্ড তাজা গুলিসহ মো. বাপ্পি (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
সে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হোসেনডাঙ্গা তত্ত্বীপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৭ আগস্ট) দুপুর ১ টার দিকে ফরিদপুর-ঢাকা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার বাংলাদেশ হ্যাচারীর সামনে দৌলতদিয়া ঘাট গামী একটি যাত্রীবাহী মাহিন্দ্রে তল্লাশি চালিয়ে বাপ্পিকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশী রিভলবার ও ৬ (ছয়) রাউন্ড রিভলবারের তাজা গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।
(Visited 3 times, 1 visits today)
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।