ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় এক রাতে কৃষকের গোয়ালঘর থেকে ১১টি গরু চুরি হওয়ার ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোররাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের ঘোনার দেউলী এলাকার কৃষক জাহিদুল ইসলাম এবং তাঁর চাচা আইনাল খানের গোয়াল ঘর থেকে এই চুরির ঘটনা ঘটে। চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক বাজার মূল্য ১০ লাখ টাকা বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত কৃষক জাহিদুল ইসলাম জানান, তিনি সকালে গোয়াল ঘরে গিয়ে দেখেন যে তাঁর ছোট-বড় মিলিয়ে ছয়টি এবং তাঁর চাচা আইনাল খানের ছোট-বড় মিলিয়ে পাঁচটি—মোট এগারোটি গরু ভোররাতের দিকে চোরেরা চুরি করে নিয়ে গেছে।
তিনি আরও বলেন, চুরি হয়ে যাওয়া গরুগুলোর খোঁজাখুঁজি করছেন এবং এ বিষয়ে ঘাটাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গরু চুরির বিষয়ে থানায় লিখিত অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।
ওসি জানান, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। তথ্যপ্রযুক্তির মাধ্যমে চোর শনাক্ত ও গরুগুলো উদ্ধারের চেষ্টা চলছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
–
“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

