গোয়াইনঘাটে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

গোয়াইনঘাটে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

গোয়াইনঘাটে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

সারা দেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাটেও একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়েছে।

ঘড়ির কাঁটায় ১২টা ছুতেই গোয়াইনঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, বিভিন্ন সরকারি দপ্তর, গোয়াইনঘাট প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

১২টা এক মিনিটে প্রথমে উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী নেতৃত্বে শহীদ মিনারে শুরুতেই ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন। এরপর থানা অফিসার ইনচার্জ সরকার তোফায়েল আহমেদ নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে গোয়াইনঘাট থানা পুলিশ।

এরপর একে একে গোয়াইনঘাট প্রেসক্লাব, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়

ডিএস/আরএ

Explore More Districts