গোবিন্দগঞ্জ উপজেলার ১৬ নং মহিমাগঞ্জ ইউনিয়নে ভোট কার চুপির অভিযোগে বিক্ষোভ ও ভোট বাতিলের আবেদন!

গোবিন্দগঞ্জ উপজেলার ১৬ নং মহিমাগঞ্জ  ইউনিয়নে ভোট কার চুপির অভিযোগে বিক্ষোভ ও ভোট বাতিলের আবেদন!

গোবিন্দগঞ্জ উপজেলার ১৬ নং মহিমাগঞ্জ ইউনিয়নে ভোট কার চুপির অভিযোগে বিক্ষোভ ও ভোট বাতিলের আবেদন!

আজ সোমবার ২৭/১২/২১ ইং তারিখে মহিমাগঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ডে সিংজানী সরকারী প্রার্থমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটের ফলাফল বাতিল করে পুর্ন ভোট দেয়ার আবেদন করেছেন চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতিক মোঃ গোলাম কাদীর মিঠু।

অভিযোগে তিনি উল্লেখ করেন আমার এজেন্ট দের জোর পুর্বক বের করে দিয়ে ৫০০ ব্যালট ছিনতাই করে চশমা মার্কায় সিল দেয়া হয়। প্রিজাইডং অফিসার কে অবগত করা হলেও তিনি কোন পদক্ষেপ নেননি। গননা শেষে দেখা যায় চেয়ারম্যান প্রার্থীদের বৈধ ও অবৈধ ভোটের পরিমান ২৮৬৪ এবং সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যর বৈধ ও অবৈধ ভোটের পরিমান ২৩৬৩।

এতে করে প্রতিমান হয় চেয়ারম্যান প্রার্থীর পক্ষে মেম্বর প্রার্থীর চেয়ে ভোট সংখ্যা অনেক বেশি হওয়ায় চেয়ারম্যান প্রার্থী গোলাম কাদীর মিঠু আনারস প্রতিক রিটার্নিং অফিসার বরাবরে উক্ত কেন্দ্রের ভোট বাতিল করার জন্য আবেদন করেছেন।

আবেদন শেষে উপজেলা পরিষদ চত্তরে বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করেন নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী রেজানুল হক মুন্সী, মোটর সাইকেল চেয়ারম্যান প্রার্থী রুবেল আমিন শিমুল, গোবিন্দগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু ও মেম্বার প্রার্থী গন সহ হাজার ভোটার সমর্থক।।

এ জাতীয় আরো খবর…

Explore More Districts