গোবিন্দকাটি হিফজুল কুরআন মহিলা মাদ্রাসার ছাদ ঢালাই উদ্বোধন

গোবিন্দকাটি হিফজুল কুরআন মহিলা মাদ্রাসার ছাদ ঢালাই উদ্বোধন

এসএম আব্দুল্লাহ :: সাতক্ষীরা সদর উপজেলার গোবিন্দকাটি হিফজুল কুরআন মহিলা মাদ্রাসার ছাদ ঢালাইয়ের কাজ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মাওঃ মহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ছাদ ঢালাই উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন ঝাউডাঙ্গা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওঃ আব্দুল বারী সাহেব।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইয়াং মুসলিম জেনারেশনের সভাপতি মাওঃ মোস্তাফিজ বিল্লাহ, মাওঃ লুৎফর রহমান ফারুকী, আলহাজ্ব মাওঃ আব্দুর রশীদ, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্বাস আলী বিশ্বাস, আলহাজ্ব শহিদুল ইসলাম, ইউপি সদস্য মোঃ আজাদ হোসেন, শেখ মহাসিন আলী, মোঃ জিয়াদ আলী সরদার, মাওঃ সামছুর আলম, হাফেজ মাওঃ আবু মুছা, মাফেজ মাওঃ শাহিনুর রহমান, হাফেজ সাইফুল্লাহ সিদ্দিকী, মৌলভী শফিকুল ইসলাম, এসএম আব্দুল্লাহ প্রমুখ।

এছাড়া স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর উপস্থিতিতে উক্ত মাদ্রাসার ছাদ ঢালাই উদ্বোধন শেষে মহান আল্লাহর কাছে প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Explore More Districts