গোপালগঞ্জ সদর থানার সফল অভিযানে আবারও মাদক উদ্ধার।

গোপালগঞ্জ সদর থানার সফল অভিযানে আবারও মাদক উদ্ধার।

গোপালগঞ্জ সদর থানার সফল অভিযানে আবারও মাদক উদ্ধার।

গোপালগঞ্জ সদর থানার সফল অভিযানে আবারও মাদক উদ্ধার।

(অবৈধ মাদক দ্রব্য গাঁজা)

ডেক্স: গোপালগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার,                   জনাব আল-বেলী আফিফা মহোদয় এর দিক নির্দেশনায়, গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ, জনাব মোহাম্মদ আনিচুর রহমান এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এক অভিযানে

অদ্য ইং ২৩/০৯/২০২৩ তারিখ গোপালগঞ্জ সদর থানাধীন বেদগ্রাম সাকিনস্থ ঢাকা-খুলনা মহাসড়কের জনৈক বরকতের স-মিলের সামনে পাকা রাস্তার উপর হইতে অবৈধ মাদকদ্রব্য ০৩ (তিন) কেজী গাঁজা সহ-

আ: হাকিম সিকদার (২৬) পিতা -মৃত হানিফ সিকদার। গ্রাম-সোনাকুড়।

থানা+জেলা গোপালগঞ্জ ঠিকানায় একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোহম্মদ আনিচুর রহমান

Explore More Districts