গোপালগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে
স্টাফ রিপোর্টারঃ
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার ২৬ শে ফেব্রুয়ারি ২০২৪ গোপালগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে মরহুম মোঃ সাকায়েত হোসেন মোল্লার স্মরণে ও আত্মার মাগফেরাত কামনায় গোপালগঞ্জ সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মাঝে এই কম্বল বিতরণ করা হয় ।
হাবিবুর রহমান কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর সার্বিক ব্যবস্থাপনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল বেলী-আফিফা পুলিশ সুপার গোপালগঞ্জ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বদরুল আলম বদর, বীর মুক্তিযোদ্ধা সবেদ আলী ভূঁইয়া প্রমুখ। এসময় মরহুম সাকায়েত হোসেন মোল্লার সুযোগ্য সন্তান মোঃ ছোটন মোল্লা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ৭০০ জন বীর মুক্তিযোদ্ধাদের হাতে শীতবস্ত্র কম্বল গুলো তুলে দেন ।
এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিকরা উপস্থিত ছিলেন