গোপালগঞ্জে ১৮ দিন পর পিসিআর ল্যাব সচল
আজকের গোপালগঞ্জ প্রতিবেদক
গোপালগঞ্জে ১৮ দিন পর সচল হয়েছে আরটি পিসিআর ল্যাব। শনিবার (৩১ জুলাই ) দুপুর থেকে এ পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা শুরু হয়েছে। এখন থেকে গোপালগঞ্জের প্রতিদিনের করোনা আপডেট জানাযাবে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ।
সিভিল সার্জন আরো জানান, গত বছর গোপালগঞ্জে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের মাইাক্রো-বায়োলজি বিভাগে পিসিআর ল্যাবটি স্থাপন করা হয়। চলতি বছরে ল্যাবটিতে করোনা পরীক্ষা শুরু হয়। গত জুলাই মাসে গোপালগঞ্জে করোনা সংক্রমনের হার বৃদ্ধি পায়। এ কারণে করোনা পরীক্ষাও বাড়িয়ে দেয় হয়। হঠাৎ করে ল্যাবে ত্রুটি দেখা দেয়। তারপর থেকে ল্যাবে করোনা পরীক্ষা বন্ধ করে দেয়া হয়।
গোপালগঞ্জে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের মাইাক্রো-বায়োলজি বিভাগের প্রফেসর ও আরটি পিসিআর ল্যাবের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাফি আহমেদ জানান, জুলাই মাসের ১২ তারিখে পিসিআর ল্যাবটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় । ওই দিন থেকে করোনার স্যাম্পল পরীক্ষা বন্ধ করে দেয়া হয়। তিনি বলেন তারপর অন্তত ১০ বার ক্লিনিং সহ ল্যাবের অন্যান্য সমস্যা নিরূপনের চেষ্টা করা হয়। কিন্তু তাপরও আমরা পিসিআর ল্যাবটি সচল করতে পারিনি। গত ২৩ জুলাই ঢাকা আইইডিসিআরের বিশেষজ্ঞ টিম গোপালগঞ্জে এসে পিসিআর ল্যাব সচলের কাজ শুরু করেন। টানা ৭ দিন চেষ্টার পর বিশেষজ্ঞ টিমের সদস্যরা ল্যবটিকে সচল করতে সক্ষম হন। ল্যাবটি নমুন পরীক্ষার জন্য প্রস্তুত হয়েছে। বিষয়টি আমরা সিভিল সার্জনকে অবহিত করেছি। শনিবার দুপুর থেকে আমরা এ ল্যাবে করোনা পরীক্ষা শুরু করেছি।
গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন,শনিবার থেকে ৫ উপজেলার স্যাম্পল সংগ্রহ করা হচ্ছে। প্রতিদিন দুপুরে এসব স্যাম্পল ল্যাবে পাঠানো হচ্ছে। এখন থেকে করোনার প্রতিদিনের আপডেট প্রতিদিন জানাযাবে।
এ জাতীয় আরো খবর..