গোপালগঞ্জে বঞ্চিত নারীদের জন্য ফ্রি ক্যন্সার স্কীনিং ক্যাম্প
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রান্তিক নারীদের সেবায় মুজিববর্ষ ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে গোপালগঞ্জে ২ দিন ব্যাপী ফ্রি জরায়ু মুখ এবং স্তন ক্যন্সার স্কীনিং ও হেলথ ক্যাম্প করেছে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় ।
কাশিয়ানী উপজেলা ১শ’ বেড হাসপাতালে রোববার ও টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমডেপ্লক্সেও শনিবার এ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
এ ক্যাম্প থেকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গাইনী অনকোলজি বিভাগের প্রফেসর সহ চিকিৎসকরা ২ শ’ নারীর জরায়ু মুখ এবং স্তন ক্যন্সার স্কীনিং করেন। এছাড়া হেলথ ক্যাম্প থেকে ৫ শ’ রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
রোববার দুপুরে কাশিয়ানী ১ শ’ বেড হাসপাতালে আয়োজিত এ ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ।
হাসপাতালের তত্ত্ববধায়ক ডা. তাপস সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রফেসর ডা. ফৌজিয়া হোসেন, উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, কাশিয়ানী সদর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, টুঙ্গিপাড়া ও কাশিয়ানী উপজেলায় গরীব মানুষের সংখ্যা বেশি। তাই অবহেলিত ও বঞ্চিত নারীদের জন্য জরায়ু মুখ এবং স্তন ক্যন্সার স্কীনিং ক্যাম্প করা হয়েছে। এখান থেকে রোগী বছাই করে তাদের উন্নত চিকিৎসা দেয়া হবে। এছাড়া প্রতি ৩ মাস অন্তর ক্যন্সার স্কীনিং সেবা এখান থেকে দেয়া হবে। এ সেবা পেয়ে এ অঞ্চলের বঞ্চিত নারীরা উপকৃত হবে। সেই সাথে আমার ৫ শ’ রোগীকে বিভিন্ন জটিল রোগের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেছি। দেশের মানুষকে সুস্থ্য রাখতে মুজিববর্ষ, বাংলাদেশর সুবর্ণজয়ন্তী ও বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আত্মমানবতার সেবায় আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে ।
কাশিয়ানী উপজেলার বাঘঝাপা গ্রামের নিপা বেগম বলেন, দীর্ঘ দিন জরায়ু সমস্যায় ভুগছিলাম। এখান থেকে চিকিৎসা পরীক্ষা করিয়ে নিশ্চিত হয়েছি ক্যান্সার নয়। ঘরের কাছে এ সেবা পেয়ে আমার মতো অনেকেই উপকৃত হয়েছে।
টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি গ্রামর গৃহবধূ (রাবেয়া খাতুন) বলেন, আমি স্তন রোগ আছে। সন্দেহ দূর করতে পরীক্ষা করিয়েছি। কোন সমস্যা ধরা পড়েনি। আমার মতো অনেকেই এ পরীক্ষা ও চিকিৎসা নিয়ে আনন্দিত। # রবীন্দ্র নাথ অধিকারী
এ জাতীয় আরো খবর..