গোপালগঞ্জে গণপ্রকৌশল দিবস

গোপালগঞ্জে গণপ্রকৌশল দিবস

গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গোপালগঞ্জে।
বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে আইডিইবি’র উদ্যোগে শহরে একটি বর্ণাঢ্য ব্যালী বের করা হয়। প্রধান অতিথি জেলা প্রশাসক শাহিদা সুলতানা বেলুন উড়িয়ে এ র‌্যালীর উদ্বোধন করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইলিয়াছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উসমান গনি, গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী লেকু সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরপার্কে গিয়ে র‌্যালীটি শেষ হয়। সেখানে অণুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় আইডিইবি’র গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. মিজানুর রহমান, আইডিইবি’র পেশাজিবি সংগ্রামর কমিটির আহবায়ক গোপালগঞ্জ সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আবদুল হালিম খান বক্তব্য রাখেন । এ সময় আইডিইবি’র সাধারণ সম্পাদক মোমরেজ আলী, পেশাজিবি সংগ্রামর কমিটির সদস্য সচিব তন্ময় কুমার বসু, যুগ্ম আহবায়ক মোঃ জাকারিয়া আলম, যুগ্ম সদস্য সচিব মোঃ আতিয়ার রসুল হিমেল, এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মোঃ সহিদুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরে প্রকৌশলী , ডিপ্লোমা প্রকৌশলী ছাত্র-শিক্ষক ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। # মনোজ সাহা,

এ জাতীয় আরো খবর..

Explore More Districts