গোপালগঞ্জে করোনায় পল্লী চিকিৎসকের মৃত্যু
আজকের গোপালগঞ্জ প্রতিবেদক
গোপালগঞ্জে করোনায় পল্লী চিকিৎসক খলিলুর রহমান মৃধার (৭৫) মৃত্যু হয়েছে। রোববার ভোরে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে তিনি মারা যান।
মৃত খলিলুর রহমান পার্শ্ববর্তী নড়াইল জেলার কালিয়া উপজেলার টোনা গ্রামের ধলা মৃধার ছেলে। তিনি করোনা আক্রান্ত হয়ে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।
গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।
গোপালগঞ্জ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার এস.এম সাকিবুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় গোপালগঞ্জে ৪৭ টি নমুনা পরীক্ষায় ৯ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এর মধ্যে সদরে ৫, টুঙ্গিপাড়ায় ০,কোটালীপাড়ায় ০, কাশিয়ানীতে ০ এবং মুকসুদপুরে ৪ জন।এ পর্যন্ত জেলায় ৪ হাজার ৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। জেলায় মোট মৃত্যু বরণ করেছেন ৪০ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৩ জন। সর্বমোট সুস্থ হয়েছেন ৩ হাজার ৭ শ ৮৪ জন।
ওই কর্মকর্তা আরো জানান, গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী ইউনিয়নের তেলিভিটা গ্রামে ৭ জনের দেহে গত ৪ জুন করোনার ভারতীয় ডেল্টা ধরণ সনাক্ত হওয়ায় তেলিভিটা ও সাতপাড় পশ্চিমপাড়া গ্রামে বিশেষ লকডাউন চলছে। ডেল্টা সংক্রমন প্রতিরোধে বৌলতলী ও সাতপাড় ইউনিয়নের সব সাপ্তাহিক হাট বন্ধ রাখা হয়েছে। তবে সেখানে করোনা সংক্রমন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান ওই কর্মকর্তা
এ জাতীয় আরো খবর..