পটুয়াখালীতে গৃহবধূকে কুপিয়ে হত্যার পর থানায় গিয়ে তাঁর স্বামী আত্মসমর্পণ করেছেন। গতকাল শনিবার দিবাগত রাতে পটুয়াখালী সদর থানায় গিয়ে তিনি আত্মসমর্পণ করেন। এর আগে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের বলইকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম নূরজাহান বেগম (৪০)। নিহতের স্বামীর নাম নূর মোহাম্মদ হাওলাদার (৫০)। তিনি ঢাকার একটি মসজিদে ইমামতি করতেন।