ডেইলি গাজীপুর প্রতিবেদক : গার্মেন্টস শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীর সন্তান অনিক মাহমুদ নির্জন চারটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অসাধারণ কৃতিত্ব অর্জন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এই মেধাবী শিক্ষার্থী।
অনিক বর্তমানে গাজীপুরের বড়বাড়ী, বোর্ড বাজার এলাকায় বসবাস করছেন। তাঁর পিতা শরীফুল ইসলাম একজন গার্মেন্টস শ্রমিক এবং মাতা মোসাঃ রুপালী আক্তার একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তাঁদের স্থায়ী ঠিকানা রাজবাড়ী জেলার পাংশা থানার বাহাদুরপুর গ্রামে।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেও অনিক নিজের স্বপ্ন ও আগ্রহের জায়গায় দাঁড়িয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে ভর্তি নিশ্চিত করেছেন। তিনি এখন বিশ্ববিদ্যালয়ের ডিফারমেন্ট ব্যাচ-৬০ এবং ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৪ তম ব্যাচের একজন গর্বিত শিক্ষার্থী।
অনিক মাহমুদের এই সাফল্যে তাঁর পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। তাঁর এই অর্জন প্রমাণ করে যে কঠোর পরিশ্রম, স্বপ্ন ও আত্মবিশ্বাস থাকলে আর্থিক সীমাবদ্ধতাও ভবিষ্যতের পথ রোধ করতে পারে না।
