১৬ May ২০২৫ Friday ১২:৫৫:১৮ AM | ![]() ![]() ![]() ![]() |
Warning: Trying to access array offset on null in /home/amdrbari/domains/amaderbarisal.com/public_html/wp-content/themes/newsbee/news.php on line 6
ঝালকাঠি প্রতিনিধি:

স্বামীর কাছে ঋণের টাকা পাবেন বলে এক নারীর শেষ সম্বল দুধের গাভীটি নিয়ে গেছেন এক বিএনপি নেতা। বাছুরটিকে কোলে করে বিচার চাইতে আদালতে আসেন অসহায় ওই নারী।
অভিযুক্ত বিএনপি নেতার নাম মো. বেল্লাল খান (৫৮)। তিনি শুক্তাগড় ইউনিয়নের বামন খান গ্রামের আজিজ খানের ছেলে। শুক্তাগড় ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বেলাল খান।
ভুক্তভোগী নার্গিস আক্তার শুক্তাগড় ইউনিয়নের ঘিগড়া গ্রামের আবু বক্করের স্ত্রী। আবু বক্কর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় গত বছরের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে আছেন।
গৃহবধূ নার্গিস আক্তার জানান, গত কয়েক মাস ধরে তার স্বামী এলাকা ছাড়া। স্ত্রী খোঁজ-খবরও রাখছেন না তিনি। গার্মেন্টসে চাকরি করে সম্প্রতি নার্গিস একটি দুধের গাভী ক্রয় করেন। সেই গরুটির এক মাসের একটি বাছুরও রয়েছে। কিন্তু তার স্বামীর কাছে ২০ হাজার টাকা পাওনা দাবি করে বেলাল খান বুধবার (১৪ মে) সকালে দুধের গরুটি নিয়ে যায়। কিন্তু গাভীটিকে নিয়ে যাওয়ায় দুধ না পেয়ে অসুস্থ হয়ে পড়েছে বাছুরটি। আদালত চত্বরে বসে বোতলে করেই গরুটিকে দুধ খাওয়ান নার্গিস।
অভিযুক্ত মো. বেলাল খান বলেন, ‘৯ বছর আগে একটি বাড়ি, একটি খামার প্রকল্প থেকে নার্গিসের স্বামী আবু বক্করকে ২০ হাজার টাকা তুলে দেই। যা এখন সুদে আসলে ৩০ হাজার টাকায় দাঁড়িয়েছে। আমার টাকা না দেয়ার কারণে আমি গরু নিয়েছি।’
তবে এ ঘটনায় আদালতে কোনো মামলা হয়নি। পরে স্থানীয়দের মধ্যস্থতায় গাভীটির ছানাটিকে (বাছুর) দুধ খাওয়ানোর জন্য বিএনপির নেতা বেলাল খানের বাড়িতে রওনা হন গৃহবধূ নার্গিস বলে জানা গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মো. শাহ আলম গণমাধ্যমকে বলেন, ‘এ ঘটনা তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |