অলিদুর রহমান অলি: বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা ও লিফলেট বিতরণ করেন কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি ও গাজীপুর ৬ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব সালাহউদ্দিন সরকার। গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে গাছা থানার এলাকার বিভিন্ন বাজার মজিদ ও মার্কেট এলাকায় এ লিফলেট বিতরণ করেন।
এসময় বিএনপি নেতা সালাহউদ্দিন সরকার বলেন, ৩১ দফা কর্মসূচির সফল বাস্তবায়নই শ্রমিক ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য ৩১ দফা হচ্ছে জাতির মুক্তির রূপরেখা। এই দফাগুলো বাস্তবায়ন হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, জনগণের ভোটাধিকার ফিরে আসবে এবং দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন সম্ভব হবে। জনগণের দুঃখ-কষ্ট লাঘব, শিক্ষা-স্বাস্থ্যসহ সব খাতে বৈপ্লবিক পরিবর্তন আনা হবে। বিএনপির নেতৃত্বে জাতীয় ঐক্যের মাধ্যমে এই দফাগুলো কার্যকর হলে দেশকে আবারও সমৃদ্ধির পথে নিয়ে যাওয়া সম্ভব হবে।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক সভাপতি সরাফত হোসেন, বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদ, জসিম উদ্দিন দেওয়ান, গাজীপুরে মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, যুবদল নেতা রাকিব হোসেন চৌধুরী, গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মোমিনুর রহমান মোমিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
