গাজীপুর-২ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবি-হাসান উদ্দিন সরকার – Daily Gazipur Online

গাজীপুর-২ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবি-হাসান উদ্দিন সরকার – Daily Gazipur Online

বিশেষ সংবাদদাতা : গাজীপুর-২ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নেতা, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার।
আজ সোমবার (১৫ ডিসেম্বর, ২০২৫) দুপুরে টঙ্গীস্থ আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাসান উদ্দিন সরকার বলেন, এ দাবি কোনো ব্যক্তি, সহযোদ্ধা বা মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নয়। বরং গাজীপুরবাসীর ভোটাধিকার, দলীয় ন্যায়বিচার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনি সক্ষমতা ও বিজয়ের সম্ভাবনা নিশ্চিত করাই এর মূল লক্ষ্য।
তিনি বলেন, আপিল বিভাগের রায়ের মাধ্যমে নবগঠিত গাজীপুর-৬ আসন বাতিল হয়ে পূর্বের কাঠামোয় গাজীপুর-২ আসনে ফিরে এসেছে।
এর ফলে এ আসনের রাজনৈতিক, ভৌগোলিক ও নির্বাচনি বাস্তবতায় মৌলিক পরিবর্তন এসেছে। বর্তমানে গাজীপুর-২ আসনে ভোটার সংখ্যা প্রায় ৮ লাখে দাঁড়িয়েছে, যা এটিকে দেশের অন্যতম বৃহৎ ও চ্যালেঞ্জিং সংসদীয় আসনে পরিণত করেছে।
বিএনপি নেতা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার আরো বলেন, গাজীপুর-২ আসনে বিএনপির যে প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে, সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ভিন্ন একটি বাস্তবতায়। তখন গাজীপুর-৬ আসন বহাল ছিল এবং টঙ্গী, গাছা ও পূবাইল আলাদা সংসদীয় আসনের অন্তর্ভুক্ত ছিল। বর্তমানে সেই বাস্তবতা আর নেই।
সংবাদ সম্মেলনে মনোনীত প্রার্থী এম, মনজুরুল করিম রনির বিষয়ে তিনি বলেন, তার ব্যক্তিগত যোগ্যতা বা রাজনৈতিক পরিচয় নিয়ে কোনো প্রশ্ন তোলা হচ্ছে না। তবে পুনর্গঠিত গাজীপুর-২ আসনের ভোটার বাস্তবতা, ভৌগোলিক ভারসাম্য ও নির্বাচনি কার্যকারিতা বিবেচনায় বর্তমান মনোনয়ন পুনর্বিবেচনা করা প্রয়োজন।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ঐতিহাসিক, ভৌগোলিক ও রাজনৈতিক বাস্তবতা উপেক্ষা করে মনোনয়ন চূড়ান্ত করা হলে তা রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন ও সাংগঠনিকভাবে দুর্বল সিদ্ধান্তে পরিণত হতে পারে।
সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহাসচিব ও কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের প্রতি বিনীত আহ্বান জানিয়ে তিনি বলেন, পুনর্গঠিত গাজীপুর-২ আসনের বর্তমান ভোটার ও ভৌগোলিক বাস্তবতা পূর্ণাঙ্গভাবে বিবেচনা করতে হবে। পাশাপাশি টঙ্গী, গাছা ও পূবাইল এলাকার সাংগঠনিক মতামত গুরুত্বের সঙ্গে শোনা এবং প্রয়োজনে বর্তমান মনোনয়ন পুনর্বিবেচনা বা বিকল্প প্রার্থী মূল্যায়নের দাবি জানান তিনি।
এসময় সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী শ্রমিক দলের কার্যকরী সভাপতি ও সংসদ সদস্য প্রার্থী সালাউদ্দিন সরকার, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাজী জসিম উদ্দিন ভাট, মহানগর বিএনপির সাবেক সহসভাপতি আফজাল হোসেন কায়সার, বিএনপি নেতা কাজী মাহবুবুল আলম গোলাপ, সাবেক পৌর মেয়র মোহাম্মদ আব্দুল করিম, সরকার শাহানুর ইসলাম রনি ও সৈয়দ আখতারুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email

Explore More Districts