ডেইলি গাজীপুর প্রতিবেদক : হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে গাজীপুর ০৬ আসনের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারন সম্পাদক গাজী সালাহউদ্দিন মন্ডপ কমিটির হাতে শুভেচ্ছা উপহার পৌঁছে দেন। গাজীপুর-০৬ আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী গাজী সালাহউদ্দিন বলেন একটি পরাজিত বিতাড়িত শক্তি এখনো হিন্দু সম্প্রদায়ের এই শারদীয় দূর্গাপূজা নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশ নায়েক তারেক রহমানের নির্দেশে আমরা গত বছরের ন্যায় আপনাদের মন্দির, পূজা মন্ডপ এবং আপনাদের নিরাপত্তা বিধানে বদ্ধপরিকর । তিনি বলেন বিএনপি বিশ্বাস করে এদেশে মুসলিম, হিন্দু, খৃষ্টান বৌদ্ধ সহ সকল ধর্ম ও বর্ণ সমতল ও পাহাড়ী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সকল মানুষকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মানে দেশ নায়েক তারেক রহমান বিএনপি বদ্ধপরিকর। “দেশ গড়বো মিশে মিশে, ভোট দিবো ধানের শীষে” এই শ্লোগান দিয়ে গাজী সালাহউদ্দিন টঙ্গী শ্রী শ্রী কালিমন্দিরের সভাপতি ও সাধারন সম্পাদক সহ উপস্হিত হিন্দু সম্প্রদায়ের উৎসব মুখর একাধিক পূজা মন্ডপের অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের শুভেচ্ছা উপহার তাদের হাতে তুলে দেন। এ সময় তিনি বলেন বিএনপি একটি বৃহৎ দল এখানে প্রতিযোগিতা থাকতেই পারে , তবে কোনো প্রতিহিংসা নেই, আমরা সকলেই একতাবদ্ধ , দল যাকেই মনোনয়ন প্রদান করবেন, আমরা সকলে মিলে “ধানের শীষের” প্রার্থীকে বিজয়ী করে এই নবগঠিত গাজীপুর-০৬ আসন জনাব তারেক রহমানের হাতে উপহার হিসাবে প্রদান করবো ইনশাআল্লাহ ।
এসময় উপস্হিত ছিলেন টঙ্গী কেন্দ্রীয় পূজা মন্ডপ শ্রী শ্রী কালিমন্দিরের সভাপতি শ্রী রনজিৎ কুমার দাস, সাধারন সম্পাদক অমল চন্দ্র ঘোষ, ৪৬ নং ওয়ার্ডের হরিজন সম্প্রদায় যুব সংঘের ও মন্ডপের সভাপতি লেবু বাঁশফোর, সাধারন সম্পাদক বিজয় বাঁশফোর, শিলমুন সার্বজনীন সৃষ্টি কল্যান পূজামন্ডপের সভাপতি সুমন চন্দ্র সহ টঙ্গী পূর্ব থানা বিএনপির মোঃ মাসুদ চৌধুরী, কাজীবুর রানা, মোঃ শাহজালাল মোঃ আলফাজ দেওয়ান, মোঃ জাকির হোসেন, আব্দুল কাদির, মোঃ আলমগীর হোসেন মিঠু, মোঃ আলামিন শুভ, সুমন গাজী, শামছুল আলম, এস.কে শওকত, হারুনুর রশীদ, মোঃ শামীম সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
