গাজীপুর সিটির সাবেক কাউন্সিলর আ.লীগ নেতা জুয়েল গ্রেফতার – Daily Gazipur Online

গাজীপুর সিটির সাবেক কাউন্সিলর আ.লীগ নেতা জুয়েল গ্রেফতার – Daily Gazipur Online

ডেইলি গাজীপুর প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একাধিক হত্যা মামলার আসামি গাজীপুর মহানগরীর গাছা থানা আওয়ামী লীগ নেতা ও সাবেক ৩৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাশেদুজ্জামান জুয়েল মণ্ডলকে ডিএমপি গোয়েন্দা পুলিশের একটি দল (ডিবি) গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, সোমবার (৭ জুলাই) ঢাকা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম ডেমরা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানায় তাকে হস্তান্তর করেছে।
এদিকে পুলিশ জুয়েল মন্ডলকে গাছা থানায় করা হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে ১০ দিনের রিমান্ড চেয়ে গাজীপুর আদালতে সোর্পদ করেছে। রাশেদুজ্জামান জুয়েল মন্ডল নগরীর ৩৭ নম্বর ওয়ার্ডের চান্দরা এলাকার মৃত আব্দুল হাই চেয়ারম্যান ও মমতাজ বেগম দম্পতির ছেলে।
জিএমপি গাছা থানার ওসি আমিনুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি বলেন, জুয়েল মন্ডল গত বছর জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গাছা থানার দুটি হত্যা মামলার এজাহার নামীয় আসামি। অধিকতর তদন্তের স্বার্থে রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email

Explore More Districts