গাজীপুর বারের সাবেক সভাপতি ও কোষাধ্যক্ষ জেল হাজতে – Daily Gazipur Online

মোঃ বায়েজীদ হোসেন : গাজীপুর জেলা আইনজীবী সমিতির অর্থ আত্মসাতের মামলায় বারের সাবেক সভাপতি আহসান উদ্দিন প্রধান ও সাবেক কোষাধ্যক্ষ মিজানুর রহমানকে জেল হাজতে পাঠিয়েছেন গাজীপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। বুধবার তারা আদালতে আত্মসমর্পন কওে জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। গাজীপুর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রফিক উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বারের শৃংখলা পরিপন্থী কর্মকান্ড, অর্থ তসরুফ ও আরো বিবিধ অনিয়ম তথা সমিতির স্বার্থ বিরোধী কর্মকান্ডের অভিযোগে গত ২০ মার্চ অনুষ্ঠিত এক সাধারণ সভায় বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট আহসান উদ্দিন প্রধান, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার ও সাবেক কোষাধ্যক্ষ মিজানুর রহমানকে বহিস্কার করা হয়। পরে বারের অফিস সহকারী সোহাগ রানা খান বাদি হয়ে গত ১৫ মে আদালতে মামলা দায়ের করেন। মামলায় বারের ১ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। মামলায় বুধবার ওই দুই জন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাদের জামিননা-মঞ্জুর কওে কারাগাওে পাঠানোর আদেশ দেন। এ মামলায় অভিযুক্ত সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার পলাতক রয়েছেন।

Print Friendly, PDF & Email

Explore More Districts