গাজীপুর জেলা কলেজের নতুন অধ্যক্ষ মুকিম – Daily Gazipur Online

গাজীপুর জেলা কলেজের নতুন অধ্যক্ষ মুকিম – Daily Gazipur Online

 

স্টাফ রিপোর্টার : গত রবিবার ১ ডিসেম্বর গাজীপুর জেলা কলেজে অধ্যক্ষ হিসেবে এমএ মোতালেব (মুকিম) যোগদান করেছেন। গাজীপুর শহরের জয়দেবপুর জোড়পুকুর মোড় সংলগ্ন গাজীপুর জেলা কলেজে যোগদানের পূর্বে তিনি চান্দনা চোরাস্তায় ইম্পো স্কুল এন্ড কলেজে সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত চিলেন। এ ছাড়াও কর্মময় জীবনে তিনি গাজীপুর কসমিক কলেজ সহ একাধিক প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। তিনি বিএ (সন্মান) এম এ (ইংরেজী) এবং সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা থেকে বিএড (ফার্স্ট ক্লাশ) ও এম এড (ফার্স্ট ক্লাশ) ডিগ্রী সম্পন্ন করেছেন।

Print Friendly, PDF & Email

Explore More Districts